ভিনেশের পাশে শচীন, তুললেন পদকের দাবি,সিদ্ধান্ত হল না শনিবার!
নিজস্ব প্রতিবেদন : ভিনেশ ফোগাতের মামলার রায় এখনও আসেনি। শেষপর্যন্ত তাঁকে রুপো দেওয়া হবে কিনা জানা নেই। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের (ইউডব্লিউডব্লিউ) সভাপতি নেনাদ লালোভিচ জানিয়ে দিলেন নিয়ম মানে নিয়মই। তার ঊর্ধ্বে কিছু নেই। সেই নিয়ম সকলের জন্যই সমান। সেমিফাইনালে বিশ্বসেরা খেলোয়াড়কে হারিয়ে ফাইনালের জন্য কোয়ালিফায়েড হয়েছিলেন ভারতের ভিনেশ। বুধবার রাতে ফাইনালে নামার কথা ছিল তাঁর। কিন্তু সকালে ওজন মাপার সময়ে ৫০ কেজি বিভাগে খেলার জন্য যে ওজন থাকার কথা, অর্থাৎ ৫০ কেজি, তার থেকে ১০০ গ্রাম বেশি ছিল তাঁর ওজন। এই কারণে বাদ পড়েন তিনি। বাতিল হয়ে যায় তাঁর সেমিফাইনালে জেতা রুপোও। তিনি আরও বলেন, 'নিয়ম বানানোই হয়েছে অ্যাথলিটদের কথা ভেবে, তাঁদের সুস্বাস্থ্যের কথা ভেবে। কমপিটিশনে নামতে হলে, অ্যাথলিটরা নিয়ম মানতে বাধ্য।
কিন্তু তার আগে এবার ভিনেশের পাশে দাঁড়ালেন শচীন তেন্ডুলকর। নিজের এক্স হ্যান্ডেলে ভারতীয় কুস্তিগিরের হয়ে সওয়াল করেন তিনি। কুস্তির নিয়মে ফাঁকফোকরের কথা উল্লেখ করেন মাস্টার ব্লাস্টার। একই সঙ্গে নিয়ম পরিবর্তনের দাবিও জানান। শচীন লেখেন, 'আম্পায়ারের কলের সময় হয়ে গিয়েছে। প্রত্যেক খেলায় কিছু নিয়মকানন থাকে। তবে সেই নিয়ম কখনও বিবেচনা করতে হয়। ভিনেশ ফোগাত নিয়ম মেনে ন্যায্যভাবে ফাইনালের যোগ্যতাঅর্জন করেছে। ফাইনালের দিন সকালে ওর ওজন বেশি বেরোয়। এর পাশাপাশি শচীন জানান, ন্যায্যভাবে নিজের বাউট লড়ে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে ওঠেন ভিনেশ। তাই প্রাপ্য কৃতিত্ব কোনওভাবে কেড়ে নেওয়া উচিত নয়। কিন্তু ভিনেশ সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে ওঠে। তাই রুপো ওর প্রাপ্য। আমরা সবাই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ের অপেক্ষা করছি।
প্যারিসের আন্তর্জাতিক ক্রীড়া আদালতে শনিবার এই নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও তা হয়নি। একদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে এই মামলার রায়দান। রবিবার অর্থাৎ ১১ আগস্ট এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবারের মতো রবিবার রাত সাড়ে ৯টায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে তা প্রকাশ্যে আনা হতে পারে ১৩ আগস্ট। অলিম্পিক্স পুরোপুরি শেষ হওয়ার অপেক্ষা করা হবে।