মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে জন্মদিনে বিপ্লবী বিমল দাশগুপ্ত স্মরণ!

নিজস্ব সংবাদদাতা : ২৯শে এপ্রিল মঙ্গলবার মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে অবিভক্ত মেদিনীপুর জেলার মহান সন্তান বীর বিপ্লবী বিমল দাশগুপ্তের ১১৬ তম জন্মদিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হয়। এদিন সকালে মেদিনীপুর কলেজ-কলেজিয়েট ময়দান সংলগ্ন এলাকায় অবস্থিত বিপ্লবী বিমল দাশগুপ্তের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে কলেজ মাঠ সংলগ্ন এলাকা এবং গোলকুঁয়ার চকে অবস্থিত স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে মাল্যদান পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক অধ্যাপক মন্টুরাম জানা,অনাদি কুমার জানা,পরিমল মাহাত, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অমিত কুমার সাহু, ইউনিট সম্পাদক তারাপদ বারিক, সহ-সভাপতিদ্বয় অমিতাভ দাস ওশঙ্কর চন্দ্র সেন সহ-সম্পাদকদ্বয় দেবী প্রসাদ নন্দী ও সুদীপ কুমার খাঁড়া,সহ কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস,কার্যকরী সমিতির সদস্য ডাঃ অসীম কুমার মাইতি, ইউনিট সদস্য অধ্যাপক অজিত কুমার বেরা প্রমুখ।