বিবেকানন্দ পাঠচক্র আয়োজিত স্বামী বিবেকানন্দ মিলন মেলার উদ্বোধন হয় শুক্রবার!

নিজস্ব সংবাদদাতা : সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ সহযোগিতায় বিবেকানন্দ পাঠচক্র আয়োজিত স্বামী বিবেকানন্দ মিলন মেলার বৈদিক মন্ত্র উচ্চারণ ও দীপ প্রজ্বলনের মধ্যে উদ্বোধন হয় শুক্রবার। চলবে ১০ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বিবেকানন্দের আবাসিক আবাসনের সচিব শ্রী জ্ঞানালোকানন্দ মহারাজ, বিবেকনন্দ পাঠচক্রের সভাপতি কর্নেল (সেবা নিবেদন) সবাসাচি বাগানচি, রামকৃষ্ণ মঠ এবং এন-এর সভাপতি গিরিশানন্দ মহারাজ এবং সিনিয়র সচিব এবং সিনিয়র কুমার বন্ধু উপস্থিত ছিলেন।স্বাগত জ্ঞানলোকানন্দ মহারাজ বলেছেন, বিবেকানন্দ মিলন মেলার অর্থ সকলের মাঝে মেল মিলাপের সুযোগ। স্বামীজির তাদের জীবন এবং চিন্তা হর ব্যক্তিকে নতুন দিক প্রদান করে।জীবনে তিনটি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজী। তিনি বলেছেন, যারা তোমায় সাহায্য করেছে, তাঁদের কখনও ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে, তাদের কোনওদিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে, তাদের কখনও ঠকিয়ো না। পাঁচ দিন এই মিলন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যাখ্যা ও প্রদর্শনীর মাধ্যমে স্বামী বিবেকানন্দের জীবন ও দর্শন উপস্থাপন করা হবে। আয়োজকদের আশা করা হচ্ছে যে এটি মেলার মধ্যে একতা এবং ঐক্য, মিলন প্রতীক হবে। মেলার প্রবেশপথ ছিমছাম আলোর মালায় সজ্জিত। ভিতরে ঢুকতেই চোখে পড়ে নানা পসরার বিপণি, বাচ্চাদের ‘রাইড’। প্রায় ৬০টির মত স্টল সাজানো রকমারি সম্ভারে। বইপোকারা হামলে পড়তে পারেন বইয়ের স্টলে। ভোজনরসিকদের রসনা পরিতৃপ্ত করতে মেলায় উপস্থিত রকমারি খাবারের স্টল।