মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে বাংলার বাড়ি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, আপনারা থানায় গিয়ে অভিযোগ করুন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই উদ্বোধন করেন গোয়ালতোড়ে ১০৫ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্রকল্প। অনুষ্ঠানে প্রশাসনিক সভার উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, জেলাশাসক খুরশিদ আলী কাদেরী,পুলিশ সুপার ধৃতিমান সরকার, সাংসদ জুন মালিয়া, মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, বিধায়ক শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, বিধায়ক সুজয় হাজরা, বিধায়ক হুমায়ুন কবীর, বিধায়ক অজিত মাইতি, বিধায়ক দীনেন রায়, মমতা ভুঁইয়া, অরূপ ধাড়া ও জেলা স্বাস্থ্য আধিকারী সৌম্য শংকর ষড়ঙ্গি-সহ অন্যান্যরা ৷ যদি কেউ বাংলার আবাস যোজনার নামে আপনার কাছ থেকে আমাদের নেতা,কর্মী,মন্ত্রী বা অন্য কেউ কোন টাকা দাবি করে,তাহলে তাদের কোনও টাকা দেবেন না। তাঁর নামে আপনারা থানায় গিয়ে অভিযোগ করুন ৷ আমি পুরো বিষয়টা দেখব ৷

মঙ্গলবার মেদিনীপুর শহরে কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি হারাদের কর্মস্থল ফেরার আরজি জানান। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন কেন গরমে বসে আছেন কেন,আপনারা ইস্কুলে যান ক্লাস নিন বেতন নিয়ে ভাবতে হবে না,যারা আপনাদের উস্কানি দিচ্ছে তারা টাকা দেবেন না ,সরকার আপনাদেরকে বেতনের টাকা দেবে। মুখ্যমন্ত্রী আরও বলেন আমি যদি কলকাতায় থাকতাম তবে এক সেকেন্ডের মধ্যে মিটিয়ে দিতাম। আমি মেদিনীপুরে ছিলাম , রাত পর্যন্ত আমি কথা বলেছি। ঠিকমত বেতন পাচ্ছেন কিনা সেটা দেখার দরকার বাকিটা আমাদের উপর ছেড়ে দিন। মুখ্যমন্ত্রীর চাকরি হারাদেরকে স্কুলে গিয়ে ক্লাস নিতে বললেন। বিরোধী দলকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলায় কয়েকটা লোক বসে আছে চাকরি খাওয়ার জন্য। জনগণের কাজ করবেন না কেবল কোর্টে গিয়ে পিল বা জনস্বার্থ মামলা করে। এর জন্য কোট দায়ী নয়। আমরা চাকরি দেবো আর ওরা চাকরি খাবে। প্রয়োজনে রাজ্য আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সভা মঞ্চ থেকে।