রাজ্যে নতুন সরকারি প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী!

নিজস্ব সংবাদদাতা:  ২রা আগস্ট থেকে আসছে ‘‌আমাদের পাড়া আমাদের সমাধান’‌ প্রকল্প। পাড়ায় জল নেই, রাস্তার পাশে নিকাশি নেই, স্কুলের ছাদ চুঁইয়ে পড়ছে জল কিংবা গ্রামীণ এলাকায় ছোটখাটো পরিকাঠামোগত সমস্যা—এমন বহু সমস্যার সম্মুখীন হতে হয় রাজ্যের সাধারণ মানুষকে। এই সমস্ত ক্ষুদ্র অথচ গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের লক্ষ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এক অভিনব কর্মসূচি—“আমাদের পাড়া, আমাদের সমাধান”।আগামী ২ আগস্ট থেকে শুরু হবে। কাজটা শেষ করতে ২ মাস সময় লাগবে। ক্যাম্পগুলিতে সারাদিন থাকবেন সরকারি অফিসাররা। বুথে মানুষজন এসে গ্রামের সমস্যার কথা জানাবেন।  প্রতিটি বুথের জন্য সরকার ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করবে। এর ফলে গোটা কর্মসূচিতে প্রাথমিকভাবে খরচ হবে প্রায় ৮ হাজার কোটি টাকা।