প্রয়াত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর মৃত্যুতে পূর্ণদিবস সরকারি ছুটি, গান স্যালুট দেবে রাজ্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী!

নিজস্ব প্রতিবেদন : প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল ৮টা ২০মিনিটে এক কামরার ফ্ল্যাটেই প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে পূর্ণদিবস সরকারি ছুটি ঘোষণা করলেন মমতা। জানালেন, তাঁকে গান স্যালুট দেওয়া হবে। 

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানান, রাষ্ট্রীয় সম্মানে বুদ্ধবাবুকে গান স্যালুট দেওয়া হবে।  চাইলে দেহ রবীন্দ্রসদন বা  নন্দনে রাখা হতে পারে। বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী থাকার সময় দীর্ঘদিন বিরোধী নেত্রী ছিলেন মমতা। সেই সময় একাধিকবার দুজনের সাক্ষাৎ হয়েছে। সিঙ্গুর আন্দোলনের সময় তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর মধ্যস্থতায় মুখোমুখি হয়েছিলেন দুজন। এমনকী, ৩৪ বছরের বাম শাসন শেষ করে যখন মুখ্যমন্ত্রী পদে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সমস্ত দিনের স্মৃতিচারণা করলেন শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রায় প্রশাসনের তরফে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন৷ শ্রদ্ধার সঙ্গে শেষ যাত্রা হবে বুদ্ধদেব ভট্টাচার্যের। মুখ্যমন্ত্রী জানান, সরকারের তরফে বিষয়টি তদারক করার জন্য রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে দায়িত্ব দিয়েছেন তিনি৷

সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, আগামীকাল সকাল ১১টা থেকে আলিমুদ্দিন স্ট্রিটে শায়িত থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ৷ সেখানেই সকলে শ্রদ্ধা জানাতে পারবেন। বিকেল চারটেয় শুরু হবে অন্তিম যাত্রা৷ শেষ আইকনকে হারিয়ে ‘অভিভাবক’হীন বামপন্থীরা। একজন অভিজাত, রুচিশীল, সৎ তথা সংস্কতিমনস্ক রাজনীতিককে হারিয়ে রং-দল নির্বিশেষে শোকবিহ্বল রাজনীতির দুনিয়ার সদস্যরা। লাল সেলামে কমরেডকে বিদায় জানালেন তারকারাও।

শ্রীলেখার কথায়, “বাংলার মানুষ বুদ্ধবাবুর সঙ্গে যেটা করেছে, সেটা ক্ষমার অযোগ্য। কারও কাছে মাথা নোয়ালেন না। কোনও আপোস করলেন না। ওই দুঃখ, এই কষ্ট ভিতরে রেখে মাথা উঁচু করে চলে গেলেন। যেরকমভাবে একজন কমিউনিস্ট নেতার যাওয়ার কথা, সেভাবেই গেলেন।