কলকাতায় বিশ্বের সবচেয়ে বড় মেসির মূর্তি তৈরি সম্পন্ন হয়েছে, যার উচ্চতা ৭০ ফুট!

নিজস্ব সংবাদদাতা : আর কয়েক ঘণ্টার অপেক্ষা। লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পলদের নিয়ে কলকাতায় পা রাখছেন আর্জেন্তিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ১৪ বছর আগে প্রথমবার কলকাতায় পা-রেখেছিলেন লিওনেল মেসি।শুক্রবার রাত১ টায় কলকাতা বিমানবন্দরে পা-রাখবেন মেসি ৷ সেখান থেকে স্টেডিয়াম সংলগ্ন তারকা হোটেলে রাত্রি যাপন ৷ শনিবার সকাল সাড়ে ১০টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি-শো ৷

যুবভারতীতে নাচে-গানে মেসিকে শ্রদ্ধা ৷ তারপর মোহনবাগান ‘মেসি’ অল স্টার বনাম ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার ম্যাচ ৷ বিশ্বের বৃহত্তম মেসির মূর্তি তৈরি হলো কলকাতার বুকে। দক্ষিণ দমদমের লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ৭০ ফুট উঁচু এই লোহার মূর্তিটি তৈরি করল। ক্লাবের দাবি, বিশ্বে আর কোথাও মেসির এত বড় মূর্তি নেই। মেসিকে ফিফা বিশ্বকাপ ট্রফি হাতে দেখা যাচ্ছে। শিল্পী মন্টি পালের তত্ত্বাবধানে এটি তৈরি হয়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি সুজিত বোস জানিয়েছেন, মাত্র চল্লিশ দিনের মধ্যে এই বিশাল কাঠামোটি তৈরি করা সম্ভব হয়েছে।