অখিল গিরির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কাছে লিখিত অভিযোগ জানাতে চলেছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা!

পূর্ব মেদিনীপুর  নিজস্ব প্রতিবেদন : মন্ত্রী অখিল গিরির কর্মকাণ্ডে ক্ষুব্ধ বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। বললেন, "খুবই দুর্ভাগ্যজনক ঘটনা! কর্মরত অফিসারকে এভাবে বলে ঠিক করেননি। মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেব।" ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে তাজপুরের সমুদ্রসৈকতে বন দফতরের জায়গা থেকে দখলদার উচ্ছেদ করা হয়।।মুখ্যমন্ত্রীর নির্দেশে কাঁথিতে বেআইনি দখলদার উচ্ছেদ করতে গিয়েছিলেন বনদফতরের আধিকারিকরা। শনিবার দুপুরে হকারদের সমর্থনে ওই এলাকায় যান অখিল গিরি। ঘটনাস্থলে তখন উপস্থিত ছিলেন কাঁথি রেঞ্জের ফরেস্ট অফিসার মনীষা সাউ-সহ বন দফতরের অন্য কর্মীরা। বন দফতরের মহিলা আধিকারিককে উদ্দেশ করে তাঁকে বলতে শোনা যায়, “আপনি কত বড় অফিসার, আমি দেখে নেব।সেখানে রামনগরের বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরির বাধার মুখে পড়েন তাঁরা। ওই মহিলা পদাধিকারীকে দেখে নেওয়ার হুমকি দিতে দেখা যায় অখিল গিরিকে। অখিল গিরিকে বলতে শোনা যায়, “আপনার আয়ু ৭-৮ দিন, ১০ দিন।” মহিলা অফিসারকে জানোয়ার, বেয়াদব বলেও মন্তব্য করতে ছাড়েননি অখিল। সূত্রের খবর, অখিলের এই মন্তব্যে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিরক্ত, অসন্তুষ্ট, তা তিনি ঘনিষ্ঠমহলেই প্রকাশ করেছেন। একজন মন্ত্রীর মুখে এমন ভাষা শুনে স্তব্ধ বন দফতরের মন্ত্রী বীরবাহা। ঘটনাকে তিনি যে মোটেই হালকাভাবে নিচ্ছেন না তা স্পষ্ট করে দেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেছিলেন মুখ্যমন্ত্রী এবং টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়  গোটা বিষয়টির উপর নজর রাখছেন।