'পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়'! বাংলার এক BSF জওয়ানের বাড়িতে পড়ল হুমকি চিঠি!
নিজস্ব সংবাদদাতা : ক্রমশই বাড়ছে উদ্বেগ। অনিশ্চয়তার মেঘ ঘনীভূত হচ্ছে। পাকিস্থানে ভারতীয় সেনার প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর', কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে উদ্বেগ। এবার কর্মরত বিএসএফ জওয়ানের নদিয়ার শান্তিপুরের বাড়িতে হুমকি চিঠি। ৯ই মে শুক্রবার বাড়ির উঠোন পরিষ্কার করতে গিয়ে দেখেন একটি কাগজের টুকরো পড়ে রয়েছে ৷ কাগজে লেখা, "পাকিস্তানের জয়, বাংলাদেশের জয় বলে অভিযোগ৷ বিএসএফ জওয়ানের নাম বিশ্বজিৎ নাগ৷ স্ত্রী সুপর্ণা নাগ বাড়িতে একা থাকেন বাচ্চাদের নিয়ে। চিঠিটি দেখেই আতঙ্কিত হয়ে পড়েন বিএসএফ জওয়ানের স্ত্রী ৷ এই পরিস্থিতিতে নদিয়ার শান্তিপুরের বাড়িতে হুমকি-চিঠি আসায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ৷ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বিএসএফ জওয়ানের পরিবার । ইতিমধ্যে, ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ।