এভারেস্টের শীর্ষে রাজ্য পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল দুর্গম মাউন্ট এভারেস্ট জয় করে ফিরে এলেন!
নিজস্ব সংবাদদাতা : পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় রাজ্য পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। এই নিয়ে উচ্ছ্বসিত কলকাতা পুলিস। লক্ষ্মীকান্তকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করা হয়েছে কলকাতা পুলিসের তরফে। প্রকাশ করা হয়েছে ছবিও। লক্ষ্মীকান্তকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী । পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। বর্তমানে কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মার দেহরক্ষী পদে কর্মরত তমলুক থানার অন্তর্গত মধুরি গ্রামের বাসিন্দা লক্ষ্মীকান্ত। সোমবারই তাঁর এভারেস্ট শৃঙ্গ জয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেয় কলকাতা পুলিশ।লক্ষ্মীকান্ত এভারেস্ট-অভিযানে রওনা দিয়েছিলেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। বর্তমানে তিনি কলকাতা পুলিশের নগরপালের দেহরক্ষী হিসাবে নিযুক্ত। সমাজমাধ্যমে লক্ষ্মীকান্ত মণ্ডলকে শুভেচ্ছা জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। তারা লিখেছে, ‘এভারেস্টের শীর্ষে আমাদের সহকর্মী লক্ষ্মীকান্ত! মনোবল এবং শক্তির কঠিনতম পরীক্ষায় ১৯শে মে (সোমবার) সকাল সাড়ে আটটা নাগাদ এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন নেপালের দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ছোনজিন আংমো, পর্বতারোহণের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন নিজের নাম।
২৩শে মে শুক্রবার তিনি কলকাতা বিমানবন্দরে ফিরে এসেছেন। রাজ্য সশস্ত্র পুলিশের ৩য় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল কলকাতায় বিমানবন্দরে সংবর্ধনা দিলেন পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা। পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা বলেন তাঁর এই অসাধারণ কৃতিত্ব সাহস, শৃঙ্খলা ও পশ্চিমবঙ্গ পুলিশের অপরাজেয় মনোবলের প্রতীক। কর্তব্য থেকে শৃঙ্গ জয়—এই যাত্রাপথ আগামীর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।