এবার চাকরিহারা শিক্ষকদের পাশে জুনিয়ার ডাক্তাররা!

নিজস্ব সংবাদদাতা : আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। এবার চাকরিহারা শিক্ষকদের পাশে জুনিয়ার ডাক্তাররা। তিলোত্তমা আন্দোলনের মুখ অনিকেত মাহাত পৌঁছলেন করুণাময়ীতে। জুনিয়ার ডাক্তাররা বলেন আমরাই জল দিয়ে সাহায্য করব। পরিস্থিতি ক্ষণে ক্ষণে উত্তপ্ত হয়ে উঠতে দেখা যায়। রাত যত বারে পরিস্থিতি আরও জটিল হয়। গোটা এসএসসি ভবন চত্বর জুড়ে চাকরিহারারা অবস্থানরত।