রাজ্যের সব শিক্ষকদের নথি যাচাই!

নিজস্ব সংবাদদাতা : এবার বাংলার সব শিক্ষককে দিতে নথি দিয়ে প্রমাণ করতে হবে যে তাঁরা যোগ্য। এমনই নির্দেশিকা দেওয়া হল শিক্ষা দফতরের তরফ থেকে। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলায় দেওয়া নির্দেশের ভিত্তিতেই এই নির্দেশিকা দিয়েছে রাজ্য। এ ক্ষেত্রে প্রায় ১ লক্ষ ৩০ হাজারের বেশি শিক্ষককে জমা দিতে হবে নথি।নির্দেশ অনুযায়ী জানানো হয়েছে, রাজ্যের সমস্ত শিক্ষককে আগামী ২৭ মের মধ্যে তাঁদের চাকরি সংক্রান্ত যাবতীয় নথি জমা দিতে হবে। নির্দিষ্ট কিছু নথি ডিআইদের কাছে জমা করতে বলা হয়েছে। যদিও, শিক্ষা দফতরের কাছে এই সংক্রান্ত তথ্য থাকলেও নতুন করে শিক্ষকদের কাছ থেকে কেন তথ্য চাওয়া হল, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।