মাধ্যমিকে গোটা বাংলা প্রথম দশে জায়গা করে নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ৪ জন পরীক্ষার্থী!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : মাধ্যমিকে গোটা বাংলা প্রথম দশে জায়গা করে নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ৪ জন পরীক্ষার্থী। চারজনই জেলা মেদিনীপুর শহর শহরের বাসিন্দা। ২ জন আবার মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। পশ্চিম মেদিনীপুরের এই চার পরীক্ষার্থী হল মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ সাহু (ষষ্ঠ স্থান, ৬৮৮),মেদিনীপুর মিশন গার্লসের তনুকা পাল (অষ্টম স্থান, ৬৮৬),মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ঋতিমান পাল (নবম স্থান, ৬৮৫) এবং মেদিনীপুর রামকৃষ্ণ বিদ্যাভবনের অগ্নিভ পাত্র (দশম স্থান, ৬৮৪)। এদিন ফলাফল প্রকাশের পরেই তাদের বাড়িতে খুশির হাওয়া। তারা মনে করে বাবা-মা, আত্মীয় পরিজন, স্কুলের শিক্ষক, গৃহশিক্ষক সকলের সম্মিলিত নিরলস অধ্যাবশায়, প্রচেষ্টা, সবকিছুই একটা ফলাফল হিসাবে ধরব এই সাফল্য।