রেমেলের সাইক্লোনের সতর্কীকরণ কর্মসূচিতে সারাদিন পথে যাদবপুর প্রার্থী ডক্টর চন্দ্রচূড় গোস্বামী!
নিজস্ব সংবাদদাতা : অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি এবং যাদবপুর কেন্দ্রের প্রার্থী ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এবং ওনার পার্টি কর্মীরা রিমেল সাইক্লোন আসার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদবপুর কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে জনসতর্কীকরণ কর্মসূচী পালন করলেন । সারাদিন পথে নেমে গ্রাম থেকে শহরের আবাসন গুলোতে এমনকি বাড়ি বাড়ি ঘুরে ঝড়ের ব্যাপারে অযথা আতঙ্কিত না হয়ে প্রশাসনিক নির্দেশিকা পালন করতে এবং সতর্ক থাকতে আবেদন করলেন চন্দ্রচূড় গোস্বামী । ওনার কথাতে "যান হ্যায় তো জাহান হ্যায় । কে হিন্দুমহাসভাকে ভোট দেবেন বা কে তৃণমূল বিজেপিকে ভোট দেবেন সেটা পরের কথা কিন্তু সবার সুস্থ থাকা এবং বেঁচে থাকাটা সবার ওপরে । কোনরকম ঝুঁকি না নিয়ে সবার উচিৎ ঝড়ের সময় দরজা জানালা বন্ধ করে ঘরে থাকা এবং যতটা সম্ভব ইলেকট্রিক ডিভাইস বন্ধ করে রাখা । ঝড়ের পড়ে জমা জলে তার ছিঁড়ে পড়ে অনেক সময় অনেকের ক্ষতি হয়ে যায় তাই সতর্কতা সর্বোপরি ।" উনি আবেদন করেছেন প্রাকৃতিক দুর্যোগের সময় সমস্ত রাজনৈতিক দলগুলোর উচিৎ কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের নিরাপত্তার জন্য কাজ করা । সেই সাথে আরো বলেন প্রয়োজনে আগামী কয়েকদিন তিনি প্রচারের কাজ বন্ধ রেখে নিজে হিন্দু মহাসভার সহযোদ্ধাদের নিয়ে দুর্যোগের পরবর্তী পরিস্থিতি সামাল দিতে পথে নেমে প্রশাসনকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন ।