পাঁশকুড়াতে বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে রক্তদান শিবির!
নিজস্ব সংবাদদাতা : চেনা ছকের বাইরে গিয়ে একটু অন্যভাবে নিজেদের ১৬ তম বিবাহ বার্ষিকী পালন করতে চেয়েছিলেন পাঁশকুড়ার বাসিন্দা, কুইজ কেন্দ্রের সদস্য,রসায়ন বিদ্যার শিক্ষক আলোক কুমার মাইতি ও তাঁর স্ত্রী গৃহবধূ ঝুম্পা মাইতি।এই কাজে তাঁরা পাশে পেয়ে যান মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে ঠিক হয় বিবাহ বার্ষিকীতে আয়োজিত হবে রক্তদান শিবির। সেইমতো মেদিনীপুর কুইজ কেন্দ্রের সহযোগিতায় পীতপুরে অবস্থিত পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড সেন্টারে আয়োজন করা হয় ইন হাউস রক্ত দান শিবির।গ্রীষ্ম দাবদাহে ও লোকসভা ভোটের কারণে রক্তদান শিবির কমেছে এবং অনেক শিবির বাতিল হচ্ছে। এই অবস্থায় মাইতি দম্পতি তাদের বিবাহ বার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজনের করায় পাঁশকুড়া সুপার স্পেশালিটির ব্লাড সেন্টারের অধিকর্তা চিকিৎসক ডাঃ পারমিতা চ্যাটার্জী এবং হাসপাতালের সুপার মাইতি দম্পতিকে শুভকামনা ও অভিনন্দন জানান। পাশাপাশি উপস্থিত কুইজ কেন্দ্রের সদস্য-সদস্যারা এবং শুভানুধ্যায়ীরা মাইতি দম্পতিকে শুভেচ্ছা জানান। এদিনের শিবিরে ঝুম্পা মাইতি সহ মোট ৩২ জন এই শিবিরে রক্তদান করেন। আলোক বাবু ও ঝুম্পা দেবী জানান, সামাজিক দায়বদ্ধতার টানে তাঁরা রক্তদান শিবির আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বার্ষিকীটি উদযাপন করলেন। এই ক্যাম্পটি সফল করতে মাইতি দম্পতি এবং কুইজ কেন্দ্রের সদস্যরা বাড়ি বাড়ি ভোট প্রচারের মতো বিভিন্ন মেসে,হোস্টেলে এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। এতে ভালো সাড়াও পান তাঁরা। মাইতি দম্পতি সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন এবং রক্তদানে সক্ষম ব্যক্তিদের রক্তের এই গ্রীষ্মকালীন সংকট মেটাতে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। ৩২ রক্তদাতার মধ্যে ২৭ জনের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। যুব সমাজের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসাকে কুর্নিশ জানান মাইতি দম্পতি।।এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের শুভানুধ্যায়ী শিক্ষক সাংবাদিক দিগন্ত মান্না, হিরু সিংহ, পাঁশকুড়া কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী গৌতম,সুতনু,সঞ্চিতা,শ্রেয়া সহ অন্যান্যরা।ছিলেন কুইজ কেন্দ্রের সদস্য সৌমেন গায়েন, ভাস্করব্রত পতি, গৌতম নন্দ,অঞ্জন মন্ডল,মুকুল প্রসাদ পাল,কালীচরণ পাল,মৃণাল চক্রবর্তী, শুভাশিস প্রধান, সৌমিত্র মান্না। বিবাহ বার্ষিকীর উপলক্ষ্যে কেক কাটা হয় কুইজ কেন্দ্রের উদ্যোগে। কুইজ কেন্দ্রের সম্পাদক সুজন বেরা ও সভাপতি রিংকু চক্রবর্তী মাইতি দম্পতি ও সমস্ত রক্তদাতাদের অভিনন্দন জানিয়েছেন।