ডায়ালাইসিস থেকে ফেরার পথে বাইক-ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল খড়গপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের ছেলে সহ দুইজনের!

নিজস্ব সংবাদদাতা : বুধবার মেদিনীপুরের মোহনপুর ব্রিজে ঘটে গেল এক হৃদয় বিদারক মর্মান্তিক পথ দুর্ঘটনা। হঠাৎ এক মুহূর্তের অসাবধানতায় থেমে গেল এক তরুণ প্রাণ, আর একজন জীবনের সঙ্গে লড়াই চালাচ্ছে।খড়গপুরের বাসিন্দা অসীম দাস ওরফে (বুবাই)৩৮ বছর ও প্রাক্তন পূরপ্রধান জহর পালের বড় ছেলে নির্মল পাল ওরফে (বাপ্পা) ৫২ বছর— দুই জনে বাইকে চেপে আসছিলেন মেদিনীপুরের দিকে। জানা গেছে, নির্মল পাল ডায়ালিসিসের জন্য তাঁকে নিয়ে আসচ্ছিলেন অসীম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই পথেই ঘটল সর্বনাশ। মোহনপুর ব্রিজে দ্রুতগতিতে ছুটে আসা একটি লরি আচমকা বাইকটিকে জোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে দুজনই রাস্তার উপর ছিটকে পড়েন। স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছাতেই চিকিৎসকেরা অসীম দাসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নির্মল পাল এখনো আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। স্থানীয়দের বক্তব্য এই ব্রিজ যানবাহনের দৌরাত্ম্য বেড়েই চলেছে। ব্রিজ এলাকায় প্রায়ই দ্রুতগতির গাড়ি চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। আবারও সেই অসচেতনতাই কেড়ে নিল এক মূল্যবান প্রাণ।ভেঙে গেল এক পরিবারের স্বপ্ন। আশঙ্কাজনক অবস্থায় খড়গপুরের প্রাক্তন পুরপ্রধান জহরলাল পালের বড় ছেলে নির্মল পালকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। সেখানেই রাত আটটা ৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে খড়গপুর ও মেদিনীপুরে।