যুবসমাজকে সচেতন হওয়ার বার্তা বিজেপি নেতা দিলীপ ঘোষ!
নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার নিউটাউনের বাড়ি থেকে উদ্ধার হয় দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাসগুপ্ত ওরফে প্রীতমের মৃতদেহ। গতকালই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়। চিকিৎসকরা এমনও জানিয়ে দিয়েছেন যে, এর মধ্যে কোনও ফাউল প্লে তাঁরা দেখতে পাননি। কোনও আত্মহত্যার ঘটনাও নয়। গত ১৮ এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। তাঁদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সৃঞ্জয়। তবে সূত্রের খবর, মায়ের নতুন অধ্যায়ের সূচনায় খুশি ছিলেন তিনি। সৃঞ্জয় পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী ছিলেন। সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। শোকের ছায়া দিলীপ ঘোষের পরিবারেও। কান্নায় ভেঙে পড়েছেন রিঙ্কু মজুমদার। শোকাতুর দিলীপ ঘোষও। বুধবার সকালে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। বাকিটা ময়না তদন্তের সম্পূর্ণ রিপোর্ট এলে বোঝা যাবে। এক জন সব দিক থেকে সুস্থ-সবল ছেলে, হঠাৎ করে কেন এই রকম হল, কী চলছিল ভিতরে, সব তো জানা সম্ভব নয়। আজ যুব সমাজের মধ্যে আমরা যে নেশার প্রভাব দেখছি, এটা তার একটা নমুনা।’’ তাঁর সংযোজন, ‘‘কত দূর কী করেছে, কোনও নেশা করেছিল কিনা, সে সব তো কিছু বলতেই পারেনি। তার আগেই শেষ হয়ে গেল। কিছু করার সুযোগ ছিল না। আগামী দিনে বিষয়টি বেরোবে। এই ঘটনা একটি বড় শিক্ষা দিয়ে গেল আমাদের সকলের জন্য। আজ আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কী করছে, সেটা জানা দরকার।