স্বাস্থ্য ভবনে কর্মসূচিতে অভিযান শুরুর আগেই পুলিশের বাধা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বুধবার ২১শে জানুয়ারী স্বাস্থ্য ভবনের অভিযান শুরুর আগেই পুলিশের বাধা, আটক আশা কর্মীরা স্বাস্থ্য ভবনে কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই পুলিশের হাতে আটক হলেন আশা কর্মীরা। আশা কর্মীদের বিভিন্ন দাবি–দাওয়া নিয়ে আজ কলকাতার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল আশা কর্মী ইউনিয়ন। সেই ডাকে সাড়া দিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা কর্মীরা বাস ও ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিলেও, যাত্রা শুরুর আগেই একাধিক জায়গায় পুলিশের ধরপাকড় শুরু হয়েছে বলে অভিযোগ ইউনিয়নের। অভিযোগ অনুযায়ী, বুধবার সকালে মেদিনীপুর স্টেশনে বহু আশা কর্মী একত্রিত হলে পুলিশ তাঁদের ট্রেনে উঠতে বাধা দেয়। এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত আশা কর্মীরা রেললাইনের উপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখান এবং রেল অবরোধ করেন। এর জেরে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়।

পরে পরিস্থিতি সামাল দিতে আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত আশা কর্মীদের রেললাইন থেকে তুলে নিয়ে যায়। শুধু মেদিনীপুর নয়, জেলার বিভিন্ন এলাকাতেও আশা কর্মীদের কলকাতায় যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ ইউনিয়নের পক্ষ থেকে। ইউনিয়নের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দিতেই তারা কলকাতা যাচ্ছিলেন, কিন্তু প্রশাসন পরিকল্পিতভাবে তাদের রুখে দেওয়ার চেষ্টা করছে।একজন আশা কর্মী ক্ষোভ উগরে দিয়ে বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়েও কীভাবে এই রাজ্যের হাজার হাজার মহিলা আশা কর্মীর ওপর অত্যাচার চালাচ্ছেন, তা আমাদের বোধগম্য নয়।

আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।” একই সঙ্গে তিনি দাবি করেন, এই সরকার পুজো থেকে সমস্ত বিষয় অনুদান করেন। কিন্তু আশা কর্মীদের তাদের ন্যায্য টাকা দিতে ব্যর্থ, আজকের স্বাস্থ্য ভবন অভিযানে তিনি ভয় পেয়েছে তাই আমাদেরকে আটকানো হচ্ছে, এই সরকার আমাদের আর দরকার নেই বলে তীব্র নিন্দা জানাই।