বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই....

নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তবে আপাতত এর তেমন কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপটি ধীরে ধীরে অগ্রসর হয়ে যাবে মধ্যপ্রদেশের দিকে। ওড়িশায় কিছুটা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ এই নিম্নচাপের সরাসরি প্রভাবে তেমন ক্ষতিগ্রস্ত হবে না। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ বৃহস্পতিবার কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উল্লেখ্য,আগামী দু থেকে তিন ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর,বজ্রবিদ্যুত-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামিকালও কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।