মঙ্গলবার বিধানসভায় পেশ হয় ‘অপরাজিতা নারী ও শিশু বিল’!

নিজস্ব সংবাদদাতা  : আরজি করে ধর্ষণ ও খুনের অভিযোগ নিয়ে এখনও অশান্ত রাজ্য। বিচারের দাবিতে প্রতিনিয়ত পথে নামছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে লালবাজারের সামনে বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। এমন পরিস্থিতিতে বিধানসভায় পেশ হল ধর্ষণ-বিরোধী বিল।  বিধানসভায় মঙ্গলবার পেশ হল ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল, ২০২৪)। বিল পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্য চাইলে আইন আনতেই পারে। সংবিধান সেই অধিকার আমাদের দিয়েছে।’ নানা বিতর্কের পর শাসক ও বিরোধীদের সম্মতিতে এই বিল পাস হয় বিধানসভায়।মুখ্যমন্ত্রী বলেন, ‘এই বিলে আমরা ধর্ষণে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার কথা বলেছি। এটা সমাজের একটা অভিশাপ। সমাজ সংস্কার করার প্রয়োজন রয়েছে।

এদিকে বিজেপির পক্ষে বক্তব্য পেশ করছেন শিখা চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিখা ও অগ্নিমিত্রা- দুই বিধায়কই জানিয়েছেন ধর্ষণ-বিরোধী এই বিলে সমর্থন জানানো হচ্ছে। শুভেন্দু অধিকারী বক্তব্য পেশ করতে উঠেই বলেন, বিলকে পূর্ণ সমর্থন করা হচ্ছে।আমরা চাই এই বিল দ্রুত আইন হিসেবে কার্যকর করা হোক। সেই দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে।