২০২৪-এর জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি!

নিজস্ব সংবাদদাতা :  ২ মার্চ শনিবার বিকেলে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। যার মধ্যে রয়েছে বাংলার ২০ জনের নাম। শনিবার ২ মার্চ বিকেলে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। যার মধ্যে রয়েছে বাংলার ২০ জনের নাম। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার ও কয়েকটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষও। বারাণসী কেন্দ্র থেকেই ফের প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথম তালিকায় ১৮০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল, ভোটের সূচি ঘোষণার ১১ দিন পর, ২১ মার্চ। বিজেপি নেতা বিনোদ তাওড়ে বলেছেন, “সাম্প্রতিক অতীতে, রাজ্যের জনমত সমীক্ষার পর কেন্দ্রের কাছে নাম পাঠানো হয়েছিল। সেই নামগুলি নিয়ে আলোচনার পর, ১৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯৫টি আসনের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।”বাংলার ২০ আসনে যাদবপুর থেকে প্রার্থী হচ্ছেন ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়, জয়নগরে অশোক কান্ডারী, কোচ বিহারে নিশিথ প্রামাণিক, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা, বালুরঘাটে সুকান্ত মজুমদার, মালদহ উত্তরে খগেন মুর্মু, মালদহ দক্ষিণ শ্রীরূপা মিত্র চৌধুরী, বনগাঁয় শান্তনু ঠাকুর, হুগলিতে লকেট চট্টোপাধ্যায়, বাঁকুড়ায় সুভাষ সরকার, আসানসোলে পবন সিং, বিষ্ণুপুরে সৌমিত্র খান, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো, বোলপুরে পিয়া সাহা, হাওড়ায় রথিন চক্রবর্তী, রানাঘাটে জগন্নাথ সরকার, মুর্শিদাবাদে গৌরিশঙ্কর ঘোষ, বহরমপুরে নির্মল কুমার সাহা,  এবং ঘাটালে টলি অভিনেতা হিরণ। তবে, বাংলার তালিকায় সবথেকে উল্লেখযোগ্য নাম হল সৌমেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর ভাইকে প্রার্থী করা হয়েছে কাঁথি আসন থেকে। এর আগে এই আসনের সাংসদ ছিলেন তাঁর বাবা শিশির অধিকারী।

কোচবিহার- নিশীথ প্রামাণিক

আলিপুরদুয়ার- মনোজ টিগ্গা

বালুরঘাট- ড. সুকান্ত মজুমজার 

মালদা উত্তর- খগেন মুর্মু

মালদা দক্ষিণ- শ্রীরূপা মিত্র চৌধুরি

বহরমপুর- ড. নির্মল কুমার সাহা

মুর্শিদাবাদ- গৌরী শঙ্কর ঘোষ

রাণাঘাট- জগন্নাথ সরকার

বনগাঁ- শান্তনু ঠাকুর 

জয়নগর- অশোক কান্ডারি

যাদবপুর- ড. অনির্বাণ গাঙ্গুলি

হাওড়া- ড. রথীন চক্রবর্তী

হুগলি- লকেট চ্যাটার্জি

কাঁথি- সৌমেন্দু অধিকারী

ঘাটাল- হিরণ্ময় চট্টোপাধ্যায়

বাকুঁড়া- সুভাষ সরকার

পুরুলিয়া- জ্যোতির্ময় সিং মাহাত

বিষ্ণুপুর- সৌমিত্র খাঁ

আসানসোল- পবন সিং

বোলপুর- প্রিয়া সাহা