রাত পোহালেই বুধবার রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রাত পোহালেই বুধবার রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন ।নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, সিতাই ও মাদারিহাটে রয়েছে বিধানসভা উপনির্বাচন। তার আগে সোমবার সকাল থেকে মেদিনীপুর কলেজ DCRC সেন্টারে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়ার প্রস্তুতি। সকাল থেকে দেখা গেল চূড়ান্ত ব্যস্ততা ভোটকর্মীরা নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন EVM মেশিন সহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজেদের ভোটগ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন । বুধবার ভাগ্য নির্ধারিত হতে চলছে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের চার প্রার্থী।
মেদিনীপুর বিধানসভা ভোট গ্রহন কেন্দ্র- ৩০৪ টি ,মোট ভোট কর্মীর সংখ্যা ১৫০০, ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট ভোটার ২ লক্ষ ৯১ হাজার। আগামী কাল নির্বাচনের পরেই কে হতে চলেছে মেদিনীপুরের বিধানসভার নতুন বিধায়ক সময়ের অপেক্ষা।