রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে!
নিজস্ব সংবাদদাতা : শেষ পর্যন্ত ভোট বাক্সে কী ফলাফল হতে পারে তা এখন থেকেই ষোল আনা আন্দাজ করে বলা কঠিন। তা ছাড়া এ ব্যাপারে কোনও প্রাতিষ্ঠানিক বুথ ফেরত সমীক্ষাও প্রকাশ হয়নি। কয়েকটি জায়গায় ছোটখাটো ঘটনা ঘটলেও বড় কোনও অশান্তির খবর নেই। দিনের শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, ছয় বিধানসভা কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। বুধবার হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট মিলিয়ে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ হয়। দিনের শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত ছয় কেন্দ্রে গড়ে ৬৯.২৯ শতাংশ ভোট পড়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে তালডাংরা বিধানসভা কেন্দ্রে। সেখানে ৭৫.২০ শতাংশ ভোট পড়েছে। তারপরেই হাড়োয়া বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭৩.৯৫ শতাংশ। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭১.৮৫ শতাংশ। সিতাই কেন্দ্রে ভোট পড়েছে ৬৬.৩৫ শতাংশ। মাদারিহাট কেন্দ্রে ভোট পড়েছে ৬৪. ১৪ শতাংশ। বিকেল পাঁচটা পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে নৈহাটি বিধানসভা কেন্দ্রে। সেখানে ভোট পড়েছে ৬২.১০ শতাংশ।