পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে আয়োজিত হল দেশি বিদেশী কুকুর প্রদর্শনী অভিনব অনুষ্ঠান!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে আয়োজিত হল দেশি বিদেশী কুকুর প্রদর্শনী অভিনব অনুষ্ঠান। ৪ঠা ফেব্রুয়ারি
রবিবার, খড়গপুরে ট্র্যাফিক রিক্রিয়েশন গ্রাউন্ডে একটি কুকুরের প্রদর্শনী আয়োজিত হয়। একটি কুকুর প্রদর্শনী অনুষ্ঠানের। জানা গিয়েছে, ১০ থেকে ১২ রকমের প্রজাতি নিয়ে এই অনুষ্ঠানে প্রায় ৫৫ টির বেশি কুকুর অংশগ্রহন করেছিল। যার মধ্যে ভারতীয় প্রজাতির কুকুর ছাড়াও ছিল,সাইবেরিয়ান হাস্কি, ল্যাব্রাডর,জার্মান শেফার্ড ও আরও অনান্য প্রজাতির কুকুর। এই অনুষ্ঠানে জন সাধারণের ভিড় ছিল চোখে পড়ার মত। এই ধরনের অনুষ্ঠান দেখার জন্য এলাকার সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে।এই প্রসঙ্গে খড়গপুর শহরে পশুপ্রেমী তথা কুকুর প্রশিক্ষক সতীশ কুমার বলেন, ‘প্রত্যেকটা কুকুরকে এনাটমি অনুপাতে জাজমেন্ট করা হচ্ছে ।অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ছিল ট্রফি ছাড়াও আকর্ষণীয় পুরস্কার। আগামী দিনেও এই অনুষ্ঠান হবে বলেই জানা গিয়েছে ।