"লএন্ড অর্ডার"পরিস্থিতি মোকাবিলায় এবার অ্যাডভান্স টেকনোলজি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের!

প্রথম "অ্যানাউন্সমেন্ট"ড্রোনের ব্যবহার পশ্চিম মেদিনীপুর জেলায়, আইন শৃঙ্খলা রক্ষা থেকে বিপর্যয় বা দুর্যোগ মোকাবিলায় ব্যবহার করা হবে ড্রোন.........

পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী : যে কোনো ল এন্ড অর্ডার পরিস্থিতি মোকাবিলায় এবার অ্যাডভান্স টেকনোলজি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। এতদিন বিভিন্ন এলাকায় বিক্ষোভ বা গন্ডগোল সামলাতে পুলিশের পক্ষ থেকে ব্যবহার করা হতো হ্যান্ড মাইক। তবে এবার পরিস্থিতি সামলাতে ব্যবহার করা হবে অ্যানাউন্সমেন্ট ড্রোন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ২৩ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার শেষ দিনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ড্রোনটির। উদ্বোধন করলেন অশোক প্রসাদ, সাথে ছিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন জেলা পুলিশ সুপার জানিয়েছেন, এই ড্রোনটি বিভিন্ন জায়গায় যেমন বিপর্যয় বা দুর্যোগ মোকাবিলায় ব্যবহার করা হবে একই সাথে আইন শৃঙ্খলা রক্ষার জন্য ব্যবহার করা হবে অ্যানাউন্সমেন্ট ড্রোনটি। ৭০ মিটার উচ্চতা পর্যন্ত উড়তে পারবে ড্রোনটি। একদিকে মাইকিং এর সুবিধা অন্যদিকে হাইডেফিনেশন ক্যামেরায় নজরদারি চালানো যাবে ড্রোনটির মাধ্যমে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, কত ছ মাস ধরে নানাভাবে রিসার্চের পর এদিকে কাজে লাগানো হচ্ছে। উল্লেখ্য রাজ্যের পুলিশ বাহিনীর কাছে নানা ধরনের উন্নত প্রযুক্তি থাকলেও অ্যানাউন্সমেন্ট ড্রোনের ব্যবহার প্রথম করা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায়।