লোকসভা ভোটের আগে জনমোহিনীর জোয়ারে ভাসল রাজ্য বাজেট!

নিজস্ব সংবাদদাতা : লোকসভা ভোটের আগে জনমোহিনীর জোয়ারে ভাসল রাজ্য বাজেট। লক্ষ্মীর ভাণ্ডার, সিভিক ভলান্টিয়ার-গ্রিন পুলিশ-ভিলেজ পুলিশদের ভাতা বাড়ানোর ঘোষণা করা হল। সেইসঙ্গে আরও একাধিক জনমোহিনী প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য বাজেটে কী কী ঘোষণা করল সরকার, সেটার হাইলাইটস দেখে নিন।

১)১.৫ লাখের সিভিক ভলান্টিয়ার, সিভিক পুলিশ, গ্রিন পুলিশদের ভাতা বাড়ানো হচ্ছে। ভাতা ১,০০০ টাকা বাড়বে। রাজ্য পুলিশে যুক্ত হওয়ার কোটা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হচ্ছে। ১৮০ কোটি টাকা বরাদ্দ।

২)বিদ্যুতের জন্য পশ্চিমবঙ্গে চারটি সুপার ক্রিটিকাল থার্মাল পাওয়ার ইউনিট তৈরি করা হচ্ছে। পিপিপি মডেলে বাস্তবায়ন করা হবে। ১০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। 

 ৩) নিউ টাউন ও বিমানবন্দরে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে মেট্রোপলিটন ও মহিষবাথানের মধ্যে চার লেনের সাত কিলোমিটার ফ্লাইওভার তৈর করা হবে। তিন বছরের মধ্যে সেই প্রকল্প শেষ করা হবে। খরচ পড়বে ৭২৮ কোটি। প্রথম বছরের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ।

৪) ৫ লাখ চাকরির ব্যবস্থা করা হবে। রাজ্যের বিভিন্ন দফতরে প্রচুর নিয়োগ করা হবে। রাজ্য সরকারি অফিস ও রাজ্যের আওতাধীন অফিসে নিয়োগ করা হবে।

৫) দামোদরের উপর শিল্পসেতু তৈরি করা হবে। ৬৪০ মিটারের সেতু। যে সেতুর ফলে প্রচুর স্থানীয় মানুষ উপকৃত হবে। তিন বছরের মধ্যে সেতু তৈরি করা হবে। ২৪৬ কোটি আনুমানিক ব্যয়। চার লেনের সেতু তৈরি করা হবে।

৬) মুড়িগঙ্গা থেকে কচুবেড়িয়া পর্যন্ত ৩.১ কিলোমিটারের ব্রিজ তৈরি করা হবে। সেই ব্রিজের নাম হলে গঙ্গাসাগর সেতু।

৭) পরিযায়ী শ্রমিকদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হল। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে শ্রমিকরা রাজ্যের বাইরে আছেন, তাঁরা সেখানকার হাসপাতালেও স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করতে পারবেন।

৮) মিড ডে মিলের কুক-কাম-হেল্পারদের মাসিক আর্থিক সাহায্য বাড়ছে ৫০০ টাকা। তার ফলে দু'লাখ কুক-কাম-হেল্পাররা লাভবান হবেন। অতিরিক্ত ১৪০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

৯) তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য ১০,০০০ টাকা দেওয়া হয়। দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ট্যাব কেনার জন্য পান। এবার একাদশ শ্রেণি থেকেই সেই টাকা দেওয়া হবে। সেজন্য অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

 ১০) ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধা আরও বাড়ানো হচ্ছে। কোনও কোলাট্যারল ছাড়াই ১০০ শতাংশই ঋণ দেওয়া হবে। নামমাত্র চার শতাংশ সুদ দিতে হবে। বাকি সুদ বহন করবে রাজ্য সরকার।

 ১ ১) যুবক-যুবতীদের অ্যাপ্রেন্টিস প্রকল্প। বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রশিক্ষণের সুবিধা মিলবে। মাসে মাসিক ১,৫০০ টাকা ২,৫০০ টাকা দেওয়া হবে সেই ট্রেনিদের। প্রতি বছর ১ লাখ যুবক-যুবতী লাভবান হবেন। বরাদ্দ করা হচ্ছে ২০০ কোটি টাকা।

 ১২) মৎস্যজীবীদের জন্য সমুদ্রসাথী প্রকল্প চালু করা হল। দু'লাখ মৎস্যজীবী উপকৃত হবেন। ২০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। তিনটি জেলার (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর) মৎস্যজীবীদের দু'মাস সেই টাকা দেওয়া হবে।

১৩) এপ্রিল থেকে জেনারেল ক্যাটেগরির আওতায় মহিলারা মাসে ১,০০০ টাকা পাবেন। তফসিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা ১,২০০ টাকা পাবেন। মে মাস থেকেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেজন্য বছরে বাড়তি ১২,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

১৪)১০ লাখ প্রবীণ নাগরিক পেনশন পাবেন। বিধবা ভাতা পাবেন আরও ১.৪ লাখ বিধবা। আরও ১০ লাখ তরুণী পাবেন কন্যাশ্রীর সুযোগ-সুবিধা।

১৫)এবার ৫০ দিনের কাজ প্রকল্প চালু করল রাজ্য সরকার। সেই নয়া প্রকল্পের নাম হল 'কর্মশ্রী'।

 ১৬)পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানো হল।পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াল চার শতাংশ।