কী সর্বনাশ হতো! - আরণ্যক বসু

এই আপনার আজন্ম বিশ্বাস আর স্বপ্নের ভারতবর্ষ হে পিতা প্রতিটি দিনই ৩০শে জানুয়ারী হয়ে উঠছে ক্রমশ ভাগ্যিস বিশ্বকবি, নজরুল, বিবেকানন্দ নেই; আর- সুভাষও ঘরে ফেরেনি।

ভাগ্যিস মা সারদা, নিবেদিতা নেই; ভাগ্যিস মানবতা ডুব দিয়েছে কালো দিঘির ভারী জলে ভাগ্যিস অস্ত্রের উল্লাস উন্মাদ হয়ে উঠেছে ভাগ্যিস পকেটে,

হাতব্যাগে বারুদ দেশলাই উন্মুখ ভাগ্যিস সহিষ্ণুতার আলতো তুলির টানও চোখে পড়েনা আর ভাগ্যিস নেশা ও নির্যাতন আজ সর্বজনীন উৎসবের অঙ্গ

ভাগ্যিস সর্বগ্রাসী উদাসীনতা বুকের দিগন্তে উদ্ভাসিত জীবাশ্ম ভাগ্যিস গৌতম বুদ্ধ অহল্যার মতো পাথরের অন্তরে আর, ভাগ্যিস যুদ্ধকালীন তৎপরতায় প্রতিদিন মুছে দেওয়া হয় আপনার বিষণ্ণ রক্তধারা না হলে কী যে হতো।

মহাভারত যে ক্রমশ অতীত থেকে বর্তমানে ডালপালা, শিকড়-ঝুরি নামিয়ে জগৎসভায় শ্রেষ্ঠ হতে চলেছিলো, হা-ঈশ্বর, কী সর্বনাশ হতো বলুনতো।

জাতির পিতা শুনতে পাচ্ছেন, প্রার্থনা সঙ্গীত শুরু হয়েছে। চলুন আপনাকে যেতে হবে, সেখানে যে আপনার জন্যে।।।