"অপারেশন সিঁদুর"–এর পরই কী বার্তা বাংলার মুখ্য়মন্ত্রীর!

নিজস্ব সংবাদদাতা : বাংলার মুখ্য়মন্ত্রীর নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, ‘সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা লড়াই করছেন পহেলগাঁওয়ের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময় আমাদের মধ্য়ে কোনও বিভেদ নেই। সবাই আমরা দেশের পক্ষে। আমরা সেই সিদ্ধান্তেই এসেছি। বুধবার দুপুরে শাহ ভার্চুয়ালি বৈঠক করেন সীমান্ত লাগোয়া রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে। ভার্চুয়ালি বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। নবান্ন সূত্রে এমনটাই জানা গেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও জম্মু–কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং সিকিমের মুখ্যমন্ত্রী, ডিজি এবং মুখ্যসচিবরা বৈঠকে ছিলেন। সূত্রের খবর, ‘অপারেশন সিঁদুর’–এর পরই সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান সেনা ক্রমাগত গোলাবর্ষণ শুরু করেছে। সেই আবহে বৈঠকে সীমান্তবর্তী এলাকা থেকে সাধারণ নাগরিকদের যত দ্রুত সম্ভব সরিয়ে আনার নির্দেশ দেন শাহ। বৈঠকে তিনি জানান, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তাই ভারতের কাছে অগ্রাধিকার।