চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে শহরে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সুপ্রিম কোর্টের নির্দেশ ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পর নেতাজি ইনডোর স্টেডিয়াম চাকরি হারাদের সভায় যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু চাকরি হারাদের একটা বড় অংশ সেই আশ্বাসে ভরসা করতে পারেননি। ফলে বাড়তে থাকে বিক্ষোভ। গতকাল সকাল থেকে জেলায় জেলায় বিক্ষোভে নামে তাঁরা। ঘেরাও করে ডিআই অফিস এছাড়া রাজ্য সড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে তাঁরা। আর তারিখ প্রতিবাদে বৃহস্পতিবার চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মেদিনীপুর শহরে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখালো এস ইউ সি আই কর্মী সমর্থকরা ।
রাজ্যজুড়ে চাকরির শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ পাশাপাশি মুখ্যমন্ত্রীর দ্বিচারিতার প্রতিবাদে ও দোষী পুলিশের শাস্তির দাবিতে সারা বাংলা জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়ে থানায় বিক্ষোভ SUCI এর । পাশাপাশি যোগ্য শিক্ষকদের পুনবহালের দাবী জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে ।