হেমন্তের পরশ! রাজ্যে নামছে পারদ, ভোরে ছড়াবে কুয়াশার চাদর!
নিজস্ব সংবাদদাতা : আবহাওয়ার হাল বদলাচ্ছে ধীরে ধীরে। গত কয়েক দিন ধরে বঙ্গে নেই ঝড়-বৃষ্টি। বরং সকাল-সন্ধ্যায় হালকা ঠান্ডার পরশে মিলছে হেমন্তের আমেজ। আর এই পরিবর্তনেই রাজ্যজুড়ে ফিরছে শীতের আগমনী বার্তা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’-তিন দিনের মধ্যেই আরও নামতে চলেছে পারদ। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা নেমে যেতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। কলকাতাতেও রাতের তাপমাত্রা কমে ২০ ডিগ্রির নিচে পৌঁছাতে পারে বলে জানিয়েছে দফতর। বাতাসে ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে শুকনো ভাব, আর সকালের দিকে জমছে কুয়াশার আস্তরণ। কৃষকদের মুখে হাসি— কারণ এই আবহাওয়া রবি ফসলের পক্ষে অনুকূল। শহরাঞ্চলেও বেড়েছে সকালের হাঁটার মানুষের ভিড়। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিন এই প্রবণতা বজায় থাকবে। হাওয়া থাকবে উত্তর-পশ্চিম দিক থেকে, যা আরও ঠান্ডা হাওয়ার প্রবাহ বাড়াবে। নভেম্বরের মাঝামাঝি নাগাদ শীতের আমেজ আরও ঘন হবে বলে অনুমান। অর্থাৎ বলা যায়, হেমন্তের হাওয়া এখন সত্যিই ছুঁয়ে দিয়েছে বাংলাকে — কুয়াশা, ঠান্ডা আর হালকা রোদে রাঙা সকালই এখন রাজ্যের নতুন চিত্র।