আর নয় বিনা টিকিটে যাত্রা!ট্রেনের টিকিট কাটা নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে রেল!

নিজস্ব সংবাদদাতা : আর নয় বিনা টিকিটে যাত্রা,টিকিট কাটা নিয়ে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল (Eastern Railways New Rule)। বিশেষ করে পূর্ব রেলের বিরাট সংখ্যক যাত্রীরা প্রতিদিন টিকিট কাটেন না বিনা টিকিটেই তারা ভ্রমণ করেন। ভাবেন টিকিট চেকার আসছেনা শুধু শুধু টিকিট কেটে লাভ কি। কিন্তু এবার এমনটা করলে আর ধরা পড়লে শাস্তি তো হবেই সঙ্গে মান ইজ্জত সব যাবে। সতর্ক করে দিয়েছেন কৌশিক মিত্র। ট্রেনে যাতায়াত করতে গেলে খুব সামান্য টাকা খরচ করতে হয়। যেখানে অন্যান্য গণপরিববনে গেলে টাকা দিতে হয়। সেখানে ট্রেনে সামান্য থাকা খরচ করেই দূর-দূরান্তে ভ্রমণ করা যায়। তবে ট্রেন টিকিট কাটতে গেলে এত অনীহা কেন। বহু যাত্রীরা রয়েছেন যারা বিনা টিকিটে অনেক দূর পর্যন্ত ভ্রমণ করেন। যাত্রীদের জন্য এবার কড়াকড়ি করতে চলেছে রেল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একটি ভিডিও বার্তায় জানিয়ে দিয়েছেন, বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।
কি শাস্তি হবে: পরিকল্পনা করে যারা সবকিছু জেনেও ট্রেনে উঠেছেন তাদের জন্য শাস্তি আছে। ভাবতেও পারবেন না এমন শাস্তি পাবেন তারা। টিকিট চেকিং একটি স্কোয়াদ রয়েছে তারা নিয়মিত পরীক্ষা করবেন বিভিন্ন ট্রেন। যদি কেউ বিনা টিকিটে ধরা পড়ে যান তবে ব্যাস। তিনি আরো স্মরণ করিয়ে দিয়েছেন, অনেকেই ছোটখাটো স্টেশন থেকে টিকিট কাটতে চান না।

0:00
/2:09