চন্দ্রকোনায় চোলাই মদের ব্যবসা বন্ধ করতে পথে নামল মহিলারা!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের দলবস্তি গ্রামে রমরমিয়ে চলছে চোলাই মদের ব্যবসা। চোলাই মদ খেয়ে বাড়িতে গিয়ে অশান্তি করছে পুরুষ মানুষেরা, তারা বাড়ির মহিলাদের মারধর করে, এমনকি ছোট ছোট ছেলেরাও মদ খেয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। তাই ওই এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একজোট হয়ে চোলাই মদের ব্যবসা বন্ধ করার জন্য মদ ব্যবসায়ীর বাড়িতে যায়।

সেই সঙ্গে ওই চোলাই মদ বিক্রেতার বাড়ি থেকে চোলাই মত উদ্ধার করে রাস্তায় ঢেলে তারা নষ্ট করে দেয়। গ্রামের মহিলাদের সাথে চোলাই মদের ব্যবসা বন্ধের দাবিতে যে আন্দোলন তাতে এলাকার পঞ্চায়েত সদস্য রমা আড়ি যোগ দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আফগারি দপ্তরের আধিকারিকরা, তারা ঘটনাস্থলে গিয়ে ওই চোলাই মদ বিক্রেতার বাড়ি থেকে প্রচুর পরিমাণ চোলাই মদ উদ্ধার করে নষ্ট করে দেয়। সেই সঙ্গে তারা গ্রামের মহিলাদের আশ্বস্ত করে বলেন যাতে এই এলাকায় কেউ চোলাই মদের ব্যবসা করতে না পারে, সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রামের মহিলারা পরিষ্কার ভাষায় জানায় যদি গ্রামে কেউ চোলাই মদ বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে গ্রামের মহিলারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।