কনকাঞ্জলির ভিড়ে সোনার হার চুরির অভিযোগে ৮ মহিলা আটক করেন কোতোয়ালি থানা পুলিশ!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ঘটনাটি ঘটে শনিবার ৪ঠা অক্টোবর মেদিনীপুর শহরের ছোটবাজার সার্বজনীনের মণ্ডপে দেবীবরণের মুহূর্তে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। কনকাঞ্জলির ভিড়ে মেদিনীপুরে মণ্ডপে ঢুকে পড়ল “লেডি গ্যাং” — সোনার হার চুরির অভিযোগে ৮ মহিলা আটক করেন কোতোয়ালি থানা পুলিশ। কনকাঞ্জলির সময়েই ভক্তবৃন্দের ভিড়ে ঢুকে পড়ে একদল অপরিচিত মহিলা — পরে জানা যায় তারা একটি চোরচক্রের সদস্যা। দেবীবরণে আসা এক মহিলার সোনার হার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় দলের এক সদস্যা। মুহূর্তে মণ্ডপজুড়ে হুলস্থুল পড়ে যায়।
পূজা কমিটির সদস্যরা সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওই দলটিকে ঘিরে ফেলেন। আটজন মহিলাকেই পাকড়াও করে খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানায়। পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, ধৃতদের বাড়ি হাওড়ার সাঁতরাগাছি এলাকায়। তবে তারা মেদিনীপুরে কী উদ্দেশ্যে এসেছিল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
তাদের বক্তব্যে অসামঞ্জস্য ধরা পড়ায় পুলিশ আটজনকেই থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেবীবরণের পবিত্র মুহূর্তে ঘটে যাওয়া এই ঘটনায় ছোটবাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, পুজোর ভিড়ে শহরে বাইরে থেকে আসা দুষ্কৃতীদের ওপর আরও নজরদারি প্রয়োজন।