কোলাঘাটের যোগীদহে কাঠের ব্রীজ ভেঙে গেছে, অবিলম্বে কংক্রিটের ব্রীজ নির্মাণের কাজ শুরু সহ যাতায়াতের শক্তপোক্ত অস্থায়ী ব্রীজ নির্মাণের দাবী!

নিজস্ব সংবাদাতা :  কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পরমানন্দপুর মৌজায় টোপা ড্রেনেজ খালের উপর একটি কংক্রিটের ব্রীজ নির্মাণের কাজ শুরু হয়েছে প্রায় দুমাস আগে। ইতিমধ্যে পুরানো ব্রীজ ভেঙে ফেলা হয়েছে। ওই স্থানে নুতন ব্রীজ নির্মাণের এখনো কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না এজেন্সির পক্ষ থেকে। প্রায় ১৫ দিন যাবত কাজ একেবারে বন্ধ। ঠিকাদার উধাও হয়ে গিয়েছে। অন্যদিকে যাতায়াতের জন্য এজেন্সি প্রায় ১০০ মিটার দূরে একটি কাঠের ব্রীজ অস্থায়ীভাবে নির্মাণ করেছিল। আজ বিকেল ৫ টা নাগাত পাথর বোঝাই একটি মেশিন ট্রলি ওই ব্রীজের উপর দিয়ে যাওয়ার সময় হুড়-মুড়িয়ে ভেঙে খালে পড়ে যায়। অবিলম্বে ওই স্থানে একটি শক্তপোক্ত ব্রীজ নির্মাণের দাবী জানিয়েছে কৃষক সংগ্রাম পরিষদ।পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন যোগীদহের ওই ব্রীজটি একদিকে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের কেশাপাট,অন্যদিকে ১৬ নম্বর জাতীয় সড়ক (মুম্বাই রোড)'র দেউলিয়ার মধ্যে সংযোগ রক্ষা করেছে। এহেন গুরুত্বপূর্ণ ব্রীজটি তৈরীর জন্য সেচ দপ্তর ও ঠিকাদারকে জরুরী ভিত্তিতে ব্রীজের নির্মাণ কাজ শুরু করে শেষ করতে হবে। পাশাপাশি মানুষের বা গাড়ি যাতায়াতের জন্য অবিলম্বে শক্তপোক্ত ব্রীজ নির্মাণ করতে হবে এবং নজরদারীর বন্দোবস্ত রেখে ভারী গাড়ী যাতায়াতও বন্ধ করতে হবে।