খড়্গপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের বিশ্ব রক্তদাতা দিবস পালন!

অরিন্দম চক্রবর্তী : বিশ্ব রক্তদাতা দিবস আজ। প্রতিবছর ১৪ জুন এ দিবসটি পালিত হয়। দিবসটির মূল উদ্দেশ্য হলো গোটা বিশ্বের মানুষকে রক্তদানের বিষয়ে সচেতন করে তোলা, উদ্বুদ্ধ করা, মানুষের মধ্যে সংহতি ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে রক্তদানের গুরুত্ব প্রচার, রক্তদানের ক্ষেত্রে অমূলক ভয় দূর করা, নতুন রক্তদাতা তৈরি করা এবং নিরাপদ রক্ত ব্যবহারে উৎসাহিত করা। প্রতি বছরের মতো, এই বছরও খড়গপুর স্বেচ্ছাসেবক রক্তদাতা সংস্থা ১৪ জুন শনিবার বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হলো।

এই দিনে, খড়গপুর রেলওয়ে হাসপাতালের পুরাতন বক্ষ ক্লিনিক হলে দুই মহিলা এবং নয়জন নতুন রক্তদাতা সহ ৫৭ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। খড়গপুর রেলওয়ে পুরুষ হাসপাতালের ডাঃ অদিতি ভট্টাচার্য এবং খড়গপুর স্টেট জেনারেল হাসপাতালের ডাঃ অভিষেক চ্যাটার্জির নেতৃত্বে ১০ জন চিকিৎসকের একটি দল রক্ত ​​সংগ্রহ করে। শিবিরে, খড়গপুর শহরের একটি মহিলা সংগঠন মোহর ফাউন্ডেশনের সদস্যদের গত ২০২৪-২৫ সালে সর্বাধিক সংখ্যক মহিলা দাতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে, মোহর ফাউন্ডেশনের প্রধান রিঙ্কু চ্যাটার্জি এবং অন্যান্য সদস্যদের খাঁটি স্মারক এবং শংসাপত্র প্রদান করা হয়।