বিশ্ব বই দিবসে পালিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার গোদাপিয়াশাল এম জি এম হাইস্কুলের এন এস এস ইউনিটে!
নিজস্ব সংবাদদাতা : বুধবার ২৩শে এপ্রিল ছিল বিশ্ব বই দিবস। বই বললেই মনে আসে সাবেক সেই সব পাঠাগারের কথা। বিশ্ব বই দিবসে পালিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার গোদাপিয়াশাল এম জি এম হাইস্কুলের এন এস এস ইউনিটে। গোদাপিয়াশাল এম জি এম হাইস্কুলের এন এস এস শিক্ষার্থীরা বিশ্ব বই দিবস উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে প্রচার ও শিক্ষা সামগ্রী বিলি করলো নিজেদের উদ্যোগে। নিকটবর্তী রনা গ্রামের বেশকিছু বাড়ি তে সার্ভে করে ড্রপ আউট স্টুডেন্ট নিয়ে সেই সাথে বিশ্ব বই দিবসে শিক্ষাসামগ্রী প্রদান করে। এই কাজে নেতৃত্বে ছিলেন এন এস এস ইউনিট এর প্রোগ্রাম অফিসার শিক্ষক মনিকাঞ্চন রায়, বিদ্যালয়ের শিক্ষক অরুণ দাস, শুভেন্দু বিকাশ রায়, অরূপ ব্যানার্জী সহ অন্যান্যরা।