অবশেষে দেশে ফিরল টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দল!
নিজস্ব সংবাদদাতা : আক্ষেপ মেটার পরই নতুন সমস্যা। বার্বাডোজের ঘূর্ণিঝড়। সব কিছু ঠিক থাকলে আগেই দেশে পৌঁছে যেত চ্যাম্পিয়ন ভারতীয় দল। কিন্তু সেই সুযোগটাই মিলছিল না। ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। ঝড় নিয়ে যতটা ভয়ঙ্কার কল্পনার পরিস্থিতি ছিল, ততটা তয়ঙ্কর হয়নি, সেটাই রক্ষে। ট্রফি জিতেও অবশ্য আটকা পড়ে থাকতে হয়েছিল বার্বাডোজেই। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা হয়। অবশেষে দেশে ফিরল টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দল।ভারতীয় দল সাত-সকালে দেশে ফেরে। দিল্লি বিমানবন্দরে চ্যাম্পিয়ন টিমকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হাজারো সমর্থক। ট্রফি নিয়ে বিমানবন্দর থেকে বেরোতেই রোহিতের নামে ধ্বনি। রোহিতও নিরাশ করেননি। বেশ কয়েক বার ট্রফি তুলে দেখার সুযোগ করে দিয়েছেন সকলকেই। টিম বাসে হোটেলে ফেরার পথেও একই ভিড়। রোহিত জানালা থেকে ট্রফি দেখাচ্ছেন, সমর্থকদের হাতে পতাকা। টিম হোটেলে পৌঁছনোয় রোহিতদের প্রথা মেনে স্বাগত জানানো হয়। তাল মিলিয়ে নাচলেন ক্য়াপ্টেন রোহিত শর্মাও। তাঁর সঙ্গে নাচ সূর্যকুমার যাদবেরও। বিমানযাত্রার সব ক্লান্তি যেন ঢাকা পড়ে গিয়েছে। দিনভর আরও নানা অনুষ্ঠানই রয়েছে টিম ইন্ডিয়ার। এমন মুহূর্ত তো আর বারবার আসে না!