কেন আজকের দিনেই প্রকৃতি নিয়ে এত মাতামাতি?
নিজস্ব সংবাদদাতা : বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর জুন মাসে পালিত হয়। ভারতসহ সারা বিশ্বে ৫-ই জুন পরিবেশ দিবস পালিত হয়। এই উপলক্ষ্যে সব দেশ বিভিন্নভাবে পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।যে কোনও কিছুর পিছনেই কারণ থাকে। কথায় আছে, কারণ ছাড়া নাকি কিছুই হয় না। ঠিক তেমনই এই দিনটি উদযাপন করার পিছনে একটি নির্ধারিত কারণ ছিল। এক কথায় বললে দিনটির ইতিহাস জেনে নেওয়া যাক।১৯৭২ সালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শুরু হয়। রাষ্ট্রপুঞ্জ ১৯৭২ সালের ৫-ই জুন প্রথম পরিবেশ দিবস উদযাপন করে, তারপর থেকে এখনও পর্যন্ত প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে।রাষ্ট্রপুঞ্জ বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত নিলেও পরিবেশ দিবস প্রথম পালিত হয় সুইডেনের রাজধানী স্টকহোমে। প্রথম পরিবেশ সম্মেলন ১৯৭২ সালে স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিল। যেখানে ১১৯ টি দেশ অংশগ্রহণ করেছিল। এবার আপনার মনে যে প্রশ্নটি আসছে, তা হল কোন উদ্দেশ্যে পালিত হয় এই দিনটি? বিশ্বে প্রতিনিয়ত দূষণ বাড়ছে। এই ক্রমবর্ধমান দূষণের কারণে প্রকৃতির অবস্থা দিনের পর দিন শোচনীয় হয়ে উঠছে। আর সেই প্রকৃতিকে বাঁচানোর লক্ষ্যে পরিবেশ দিবস উদযাপন শুরু হয়, যাতে মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন হতে পারে। প্রকৃতিকে দূষণের হাত থেকে বাঁচাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। বিশ্ব পরিবেশ দিবসে আসুন আমরা আমাদের চারপাশ পরিষ্কার রাখার অঙ্গীকার করি।