ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিংয়ের সংস্কার নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক!

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মহাকরণের সংস্কার নিয়ে এক প্রস্ত বৈঠক হয়েছিল। শুক্রবার বৈঠক করেন মুখ্য সচিব। এদিন সেই বৈঠককে কেন্দ্র করে মহাকরণে তৎপরতা ছিল দেখার মতো। তাতেই রাজ্য সরকারি কর্মচারী ও আমলা মহলে মহাকরণকে ঘিরে ফের কৌতূহল তৈরি হয়েছে। প্রবীণ আমলা ও কর্মচারীদের মধ্যে অনেকেরই মহাকরণ নিয়ে একটা আবেগ ও নস্টালজিয়া রয়েছে। বান্ন সূত্রে বলা হচ্ছে, রাইটার্সের মূল বিল্ডিংয়ের ২০ শতাংশের বেশি কাজ হয়ে গিয়েছে। বাকি যা কাজ রয়েছে, তা শেষ করা হবে। মূলত অতিরিক্ত আটটি ব্লকের মধ্যে চারটি ব্লক ইতিমধ্যেই পুরো ভেঙে ফেলা হয়েছে। বাকি আরও চারটি অতিরিক্ত ব্লক ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে বলে খবর। সব মিলিয়ে পুরনো চেহারা দিতেই অনেকটা সময় লাগছে। মূল ভবনের কাজ অনেকটাই কসমেটিক। কারণ তাতে কাঠামোগত কোনও পরিবর্তন করা হচ্ছে না।বান্ন সূত্রে বলা হচ্ছে, রাইটার্সের মূল বিল্ডিংয়ের ২০ শতাংশের বেশি কাজ হয়ে গিয়েছে। বাকি যা কাজ রয়েছে, তা শেষ করা হবে। মূলত অতিরিক্ত আটটি ব্লকের মধ্যে চারটি ব্লক ইতিমধ্যেই পুরো ভেঙে ফেলা হয়েছে। বাকি আরও চারটি অতিরিক্ত ব্লক ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে বলে খবর। সব মিলিয়ে পুরনো চেহারা দিতেই অনেকটা সময় লাগছে। মূল ভবনের কাজ অনেকটাই কসমেটিক। কারণ তাতে কাঠামোগত কোনও পরিবর্তন করা হচ্ছে না।