রাজ্য আস্মিতা যোগাসন চ্যাম্পিয়নশিপে যোগ দিতে বোলপুর রওয়ানা দিলেন শিক্ষিকা দীপান্বিতা ঘোষ!
নিজস্ব সংবাদদাতা : সারা বাংলা যোগাসন স্পোর্টস এসোসিয়েশন উদ্যোগে বীরভূম জেলার বোলপুরের মুলুকে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘে শনিবার ও রবিবার এই দুদিন ধরে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য স্তরের অস্মিতা যোগাসন চ্যাম্পিয়নশিপ -২০২৫। মূল লক্ষ্য খেলো ইন্ডিয়া'র অন্তর্গত জাতীয় সৃতরের 'আস্মিতা' প্রতিযোগিতার জন্য রাজ্য দল নির্বাচন।বয়স ভিত্তিক তিনটি গ্রুপে গোটা রাজ্যের ১৮ থেকে ৫৫ বছর বয়সের প্রায় ১০০ নির্বাচিত হওয়া মহিলা প্রতিযোগী এই প্রতিযোগিতা যোগ দিচ্ছেন। এর আগে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলা গুলি নিয়ে রাজ্যস্তরের আলাদা আলাদা লীগ এবং সমস্ত জেলার সমন্বয়ে কম্বাইন্ড লীগ অনুষ্ঠিত হয়। সেখান থেকেই এই প্রতিযোগীরা নির্বাচিত হয়ে এসেছেন।
এই প্রতিযোগিতায় ৪০ বছর থেকে ৫৫ বছর বিভাগে যোগ দিচ্ছেন মেদিনীপুর শহরের বাসিন্দা,শালবনী ব্লকের নান্দাড়িয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠের ভূগোলের শিক্ষিকা দীপান্বিতা ঘোষ। মেদিনীপুর শহর থেকে এই প্রতিযোগিতায় যোগ দেওয়া তিনিই একমাত্র প্রতিযোগী। শনিবার সকালেই তাঁর কোচ মৌ ভকত বিশুই-এর সাথে বোলপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছেন। দীপান্বিতা ঘোষ ছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার আরও পাঁচ জন প্রতিনিধি।তাঁরা হলেন অম্বিকা মাইতি,সৌমী পাল, সম্পূর্ণা গুচ্ছাইত,কেয়া দাস ও মৌসুমী পাল। দীপান্বিতা ঘোষের কোচ মৌ ভকত আশাবাদী দীপান্বিতা সহ জেলার প্রতিযোগীরা ভালো ফল করবেন। দীপান্বিতা ঘোষের শুভানুধ্যায়ীরা দীপান্বিতাকে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধীন এবং বিশ্ব যোগাসন সংস্থা অনুমোদিত এবং ভারতীয় অলিম্পিক এসোসিয়েশনের সদস্য 'যোগাসন ভারত' সংস্থা এই প্রতিযোগিতায় মূল পরিচালক। তার অধীনে অল বেঙ্গল যোগাসন স্পোর্টস এসোসিয়েশন পশ্চিমবঙ্গে এই অস্মিতা প্রতিযোগিতা পরিচালনা করছে। প্রতিযোগিতা আয়োজনে দক্ষ ভাবে নেতৃত্ব দিচ্ছেন অল বেঙ্গল যোগাসন স্পোর্টস এসোসিয়েশন এর রাজ্য সভাপতি শ্যামল তা এবং সাধারণ সম্পাদক পাপিয়া রায় ভট্টাচার্য।