ঝাড়গ্রামে বেড়াতে গিয়ে খুন যুবক,চোর সন্দেহে গণপিটুনি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বন্ধু!

ঝাড়গ্রাম নিজস্ব সংবাদদাতা : গত ২২ মে ঝাড়গ্রামের বেনাগেড়িয়ার সৌরভ সাউ তাঁর মায়ের স্কুটি নিয়ে বন্ধু অক্ষয় মাহাতোর সঙ্গে জামবনি থানার অন্তর্গত খাটখুরা এলাকায় ঘুরতে গিয়েছিলেন। আর তাতেই খুন হলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তাঁর বন্ধু। স্থানীয় সূত্রে খবর, খাটখুরা এলাকায় একটি রাস্তা নির্মাণের কাজ চলছিল। সেখানে ঠিকাদারি সংস্থার রাস্তা নির্মাণের গাড়ি রাখা ছিল। ওই গাড়ি থেকে জিনিসপত্র চুরির অভিযোগ ওঠে। আচমকা চোর সন্দেহে তাঁদের উপর চড়াও হয় কয়েক জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামবনি থানার পুলিশ। উদ্ধার করে চিকিৎসার জন্য ঝাড়গ্রাম সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যায় দু’জনকে। ওই হাসপাতালে ন’দিন চিকিৎসার পর মৃত্যু হয়েছে সৌরভের। পেশায় টোটো চালক মৃতের বাবা অবনী সাউ। ছেলের মৃত্যু নিয়ে বলেন, ‘‘ও এক বন্ধুর সঙ্গে মায়ের স্কুটি নিয়ে বেড়াতে গিয়েছিল সে দিন। এলাকার মানুষজন চোর সন্দেহে আমার ছেলে ও তার বন্ধুকে মারধর করে। পরে আমরা বিষয়টি জামবনি থানা মারফত জানতে পেরে হাসপাতালে আসি। এখানে এসে দেখি আমার ছেলে ও তার বন্ধু ভর্তি রয়েছে। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যু হয়েছে।’’ আরও বলেন ‘‘চোর সন্দেহে কাউকে এ ভাবে মারা ঠিক নয়। তার জন্য তো পুলিশ-প্রশাসন রয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’’ ঝাড়গ্রাম জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘’২২ তারিখের ওই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’’ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম জানা যায় ডাক্তার সোরেন এবং মহেন্দ্র মেওয়েল।