ভোটারদের বয়স কমিয়ে ১৭ করার পরামর্শ ইউনূস সরকারের!

ঢাকা,জাকির হোসেন: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, "ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারণ করা উচিত। নির্বাচন সংস্কার কমিশন কী সুপারিশ করবেন তা আমার জানা নেই। কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐকমত‍্যে পৌঁছার জন‍্য আমি তা মেনে নেবো।" শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকায় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন ইউনূস। ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ সামনে রেখে দু'দিনব্যাপী এ সংলাপ হচ্ছে। সংস্কার কমিশনগুলি অনেক সুপারিশ তুলে ধরবে উল্লেখ করে ইউনূস বলেন, "আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি, যার যাই মতামত হোক না কেন আমরা দ্রুত একটা ঐকমত‍্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই।"