প্রয়াত ভারতীয় ক্ল্যাসিক্যাল ও আন্তর্জাতিক তবলা বাদক জাকির হুসেন!
নিজস্ব সংবাদাতা : কিংবদন্তী তবলা বাদক জাকির হুসেন আর নেই আমাদের মধ্যে । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তবলা বাদক জাকির হুসেন 'গুরুতর' অসুস্থতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর স্বাস্থ্য সংক্রান্ত আপডেট পোস্ট করা হয়। রবিবার রাতেই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল, কিন্তু পরিবারের তরফে সে সময়ে জানানো হয়, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। সোমবার ভোরে পরিবারের তরফেই দুঃসংবাদ দেওয়া হয়।ভারতীয় ক্ল্যাসিক্যাল ও আন্তর্জাতিক সঙ্গীতে বড় অবদান রয়েছে জাকির হুসেনের। ১৯৫১ সালের ৯ই মার্চ জন্ম হয় তাঁর ৷ পিতা উস্তাদ আল্লা রাখা। মাত্র ৩ বছর বয়সে তবলায় হাতেখড়ি ৷ তারপর আর হাত থামেনি ৷ মাত্র ৭ বছর বয়সে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি রবি শঙ্কর, আলি আকবর খান এবং শিবকুমার শর্মার সঙ্গে তাঁর যুগলবন্দি নজর কেড়েছিল সকলের ৷ ১৯৭৯ সালে বিখ্যাত মার্কিন কত্থক শিল্পী আন্তোনিয়া মিনেকোলার সঙ্গে সাত পাতে বাধা পড়েন এ প্রজন্মের সর্বশ্রেষ্ঠ তবলা বাদক জাকির হুসেন ৷ ভারত সরকারের তরফে ১৯৮৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ এবং ২০২৩ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি।
এমনকি ২০২৪ সালে উস্তাদজি জ়াকিরের হাত ধরেই ভারতে আসে গ্র্যামি পুরস্কার।সমগ্র বিশ্ব জুড়ে আপামর ভক্ত কূলকে রেখে না ফেরার দেশে পাড়ি দিলেন।
উস্তাদ জ়াকির হুসেনের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে লেখেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলাবাদক উস্তাদ জ়াকির হুসেনের মৃত্যুতে গভীর ভাবে মর্মাহত। দেশের এবং তাঁর লক্ষ লক্ষ ভক্তদের জন্য চরম ক্ষতি। জ়াকির হুসেনের পরিবার এবং তাঁর ভক্তদের আমি আমার আন্তরিক সমবেদনা জানাই।”