দুর্গাপুরের গৃহবধূ সীমা দত্ত, শাড়ি পরে ৮০ কেজি ডেডলিফট!

নিজস্ব সংবাদদাতা : দাদাগিরির মঞ্চে এবার হাজির 'দুর্গাপুরের সোনার মেয়ে' সীমা দত্ত চট্টোপাধ্যায়। পেশায় পাওয়ার লিফটার সীমা। তাঁর পেশিবল দেখে হাঁ দাদা। শাড়ি পরেই কেরামতি দেখালেন দাদাগিরির স্টেজে। এদিন ৪০ কেজি ওয়েট লিফট করলেন সীমা, ৮০ কেজি ডেডলিফট করেও দেখালেন দুর্গাপুরের এই ‘ধাকড়’ গৃহবধূ। দেশ-বিদেশের অসংখ্য প্রতিযোগিতায় জিতেছেন অজস্র মেডেল। সেই পুরস্কারের ঝাঁপি নিয়েই দাদার সামনে সীমা।উল্লেখ্য, ২০২২ সালের নিউজিল্যান্ডে অনুষ্ঠিত পাওয়ারলিফটের কমনওয়েলথ প্রতিযোগিতায় সোনার পদক পান সীমা। যা শুনে স্তম্ভিত সৌরভ। বলেই ফেললেন, এটা তো বিরাট অ্যাচিভভেন্ট। আমি তোমার সঙ্গে এই পদকটা ধরে একটা ছবি তুলতে চাই। বেশ কয়েকটি বিভাগ মিলিয়ে মোট ছটি স্বর্ণপদক জয় করেছিলেন তিনি। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার বেঞ্চ প্রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বেশ কয়েকটি দেশের প্রতিযোগীরা। সেই জায়গায় দুর্গাপুরের গৃহবধূ সীমা দত্তের সাফল্য সবার নজর কেড়ে।সংসার, ব্যবসা এবং তারই সঙ্গে নিজের প্যাশন- পাওয়ার লিফটিং সবটা সামলাচ্ছেন সীমা।