ম্যালেরিয়া ও ডেঙ্গির সঙ্গে বাড়ছে মশাবাহিত আরও একটি রোগ, 'জিকা'!

নিজস্ব সংবাদদাতা : বর্ষা আশা মানে বাড়ে মশার উপদ্রপ। তার সাথে সাথে বাড়ে ম্যালেরিয়া, ডেঙ্গির আশঙ্কা। বর্তমানে এই দুই রোগের সঙ্গে বাড়ছে মশাবাহিত আরও একটি রোগ, জিকা। এই রোগের উপসর্গ সাধারণ ফ্লু-র মতো। জ্বর দিয়েই এই রোগের প্রকাশ হয়।ডেঙ্গির থেকে এই রোগটি আলাদা। অনেক ক্ষেত্রে এই রোগ বিপজ্জনকও হতে পারে। সহজেই এই রোগ আক্রান্ত ব্যক্তি থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এমনকি গর্ভবতী মা জিকা-য় আক্রান্ত হলে তার থেকে গর্ভস্থ সন্তানও এই রোগে আক্রান্ত হতে পারে। এই রোগের এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিন নেই। ফলে রোগ প্রতিরোধ করা জরুরি। গোড়াতেই রোগটি নির্ণয় করতে পারলে বিপদ থাকে না। জিকা-র প্রাথমিক উপসর্গ হল জ্বর। হালকা জ্বরের পাশাপাশি মাথাব্যথা, পেশি ও গাঁটে-গাঁটে ব্যথা, ক্লান্তি, পেটে ব্যথা থাকবে।এছাড়া ত্বকে ফুসকুড়ি দেখা দেবে এবং চোখের পাতার নীচের অংশে প্রদাহ হবে। রোগের উপসর্গ গুলি দেখা দেবে জিকা বাহিত মশা কামড়ানোর ৩-১৪ দিনের মধ্যে। এগুলি দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের কাছে যান। জিকা থেকে বাঁচতে মশার হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। এই রোগে সংক্রমিত হলে মশারির মধ্যে আলাদা থাকার চেষ্টা করতে হবে। থাকতে হবে সংক্রমিত ব্যক্তির থেকে দূরে। বাড়িতে বা বাড়ির আশপাশে জল,নোংরা জমতে দেওয়া যাবেনা। রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙান। কয়েল বা মশা-নিরোধক তেল ব্যবহার করতে পারেন।