জেলা কোঅর্ডিনেটরের তালিকা প্রকাশ নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন!
সুমন পাত্র, পশ্চিম মেদিনীপুর :- তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তর থেকে প্রকাশিত হল তৃণমূল কংগ্রেসের জেলা কো অর্ডিনেটর বা জেলা সমন্বয়কারীদের তালিকা।
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভার পাশাপাশি গড়বেতা ও শালবনী বিধানসভার জন্য নির্মল ঘোষ এর নাম প্রকাশিত হয়েছে।
এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলায় নারায়ণগড় কেশিয়াড়ি দাঁতন এর জন্য সূর্যকান্ত অট্ট এবং খড়গপুরের লোকাল এবং সদর দুই বিধানসভায় প্রদীপ সরকার।
ঘাটাল সাংগঠনিক জেলায় ডেবরা পিংলা সবং ও কেশপুরের জন্য মানস ভুঁইয়া ও চন্দ্রকোনা ঘাটাল দাসপুরে আশিষ হুদাইতকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে সামনের বিধানসভা নির্বাচনে মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে জেলা কোঅর্ডিনেটর তথা জেলা সমন্বয়কারীদের। এমনকি অনেকেই মনে করছেন প্রার্থী নির্বাচনেও বড় ভূমিকায় দেখা যেতে পারে জেলা কোঅর্ডিনেটরদের। এমনকি অনেক ক্ষেত্রে জেলা কোঅর্ডিনেটররা প্রার্থীও হতে পারেন বলে খবর।জেলা কোঅর্ডিনেটরদের তালিকা প্রকাশ করে কি ২০২৬ এর বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়েই দিল তৃণমূল? রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন।