ফুড ডেলিভারি দিতে এসে জুতো চুরি অভিযোগ?
নিজস্ব সংবাদদাতা : খাবার দিতে এসে গ্রাহকের জুতো চুরি! এমনই অভিযোগে বিতর্ক তুঙ্গে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । যেখানে দেখা যাচ্ছে, খাবার পৌঁছে দিতে এসে জুতো নিয়ে চলে যাচ্ছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের নতুন হাফিজপেট এলাকার গত ১২ই সেপ্টেম্বর রাত ১:৩০ মিনিটে। হায়দ্রাবাদের নতুন হাফিজপেট একটি ফ্ল্যাটে জোমাটো ডেলিভারি প্রদানকারী এক ব্যক্তি ডেলিভারি করতে গিয়েছিলেন। ফ্ল্যাট সিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে, কাঁধে বড় একটা ব্যাগ, পায়ে হাওয়াই চপ্পল, ছিপছিপে চেহারার এক যুবক মনিকার দরজার সামনে এসে দাঁড়ান। তার পর কলিংবেলে হাত রাখেন। কয়েক বার বেল বাজানোর পরেও কেউ দরজা না খোলায় ওই যুবক প্রথমে চলে যাচ্ছিলেন। কিন্তু ফুটেজে দেখা যায়, কয়েক সেকেণ্ড পরেই তিনি ফিরে আসেন। তার পর চারপাশে ভাল করে চোখ বুলিয়ে নিচু হয়ে দরজার সামনে থাকা একজোড়া জুতো হাতে তুলে নেন।যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিপ্লবী সংবাদ দর্পন ডিজিটাল মিডিয়া পেজ।
তার পর ধীর পায়ে নীচে চলে যান।এই ঘটনার কয়েক ঘণ্টা পরে কুনাল বিক্রম দত্ত বাড়ি ফেরেন। প্রথমে জুতো চুরির বিষয়টি তিনি খেয়াল করেননি। পরে বেরোনোর সময় জুতো পরতে গিয়ে তিনি দেখেন, সেটি হাওয়া। কিছু দিন আগেই খুব শখ করে কয়েক হাজার টাকা খরচ করে জুতোটি কিনেছিলেন তিনি। অনেক খোঁজাখুঁজির পরেও যখন জুতো পেলেন না তখন সিসিটিভি দেখার কথা মাথায় আসে। আর সেই ফুটেজ দেখেই প্রকৃত ঘটনা জানা যায়।