Skip to content

মধ্যপ্রদেশের ভোপালে, গাড়িতে উদ্ধার নগদ ১০ কোটি টাকা ও ৫২ কেজি সোনার বিস্কুট!

নিজস্ব সংবাদাতা : মধ্যপ্রদেশের ভোপালের একাধিক রাজনীতিক, সরকারি অফিসার রিয়েল এস্টেস ব্যবসায়ীর বাড়িতে চালিয়ে হানা দেয় আয়কর দফতর ও পুলিশের যৌথ টিম। আর তারই মধ্যে খবর আসে, রতিবাদ এলাকায় মেনদোরি জঙ্গলের মধ্যে কেউ বা কারা সোনা সরিয়ে নিয়ে যাচ্ছে। প্রশাসন দ্রুত ময়দানে নেমে পড়ে। ১০০ জন পুলিশকর্মী সহ পুলিশের ৩০টি গাড়ি জঙ্গল ঘিরে ফেলে। দেখে জঙ্গলের মাঝে পড়ে আছে ধবধবে সাদা গাড়ি। উদ্ধার হয় নগদ ১০ কোটি টাকা ও ৫২ কেজি সোনার বিস্কুট। গাড়িটির মালিকের নাম চেতন গৌর। কিছুদিন আগেই তল্লাশি চালিয়ে নগদ এক কোটি টাকা, সোনা, হিরে এবং সম্পত্তির নথি পাওয়া যায় সৌরভ শর্মা নামের আরটিও-র একজন প্রাক্তন কনস্টেবলের বাড়িতে। তাঁর সঙ্গে সংযোগ রয়েছে উদ্ধার হওয়া গাড়িটির মালিকের। তদন্তকারী দল ইতিমধ্যেই টাকা ও সোনার উৎসের সন্ধান শুরু করেছেন।

Latest