Skip to content

একশো দিনের কাজের বকেয়া টাকা তৃণমূলের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহায়তা শিবির !

1 min read

নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে প্রশাসনিক ভাবে জেলার জব কার্ড হোল্ডারদের তথ্য সংগ্রহ করা হয়েছে।একশো দিনের কাজের বকেয়া টাকা মেটাবে রাজ্য সরকার। তারই তালিকা তৈরি হচ্ছে বিভিন্ন ব্লকে। তৃণমূলের উদ্যোগে বিভিন্ন অঞ্চলে সহায়তা শিবির খোলা হয়েছে। প্রতিদিন শিবিরে প্রচুর মানুষ আসছেন এবং ফর্ম পূরণ করছেন। সোমবার মেদিনীপুর বিধানসভা এলাকার শালবনী ব্লকের কাশীজোড়া অঞ্চলে,বাকিবাঁধ অঞ্চলে,কর্ণগড় অঞ্চলে,কনকাবতী অঞ্চলে,মনিদহ অঞ্চলে,ধেড়ুয়া অঞ্চলে,সাতপাটি অঞ্চলে,বাকিবাঁধ অঞ্চলে এবং আরও বিভিন্ন অঞ্চলে সহায়তা শিবিরে ঘুরলেন বিধায়িকা জুন মালিয়া। কথা বলেন শ্রমিকবন্ধুদের ও শ্রমিকবন্ধুদের জন্য সহায়তা কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন। এদিকে পূর্ব মেদিনীপুর তমলুক ব্লকের উত্তর সোনামুই পঞ্চায়েত এলাকায় শিবিরে গিয়েছিলেন বিধায়ক সৌমেন মহাপাত্র। নন্দকুমার ব্লকের কুমরআড়া পঞ্চায়েত এলাকার শিবিরে যান স্থানীয় বিধায়ক সুকুমার দে ও পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দে কুন্ডু। মহিষাদল ব্লকের গড়কমলপুর-সহ পাঁচ’টি পঞ্চায়েত এবং হলদিয়া ব্লকের চার’টি পঞ্চায়েতে সহায়তা শিবিরে ঘুরে দেখেন বিধায়ক তিলক চক্রবর্তী।

May be an image of 8 people and text

Latest