নিজস্ব সংবাদদাতা : প্রায় ১০০টি স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ফোন ঘিরে তুলকালাম। বুধবার সকালে পর পর ১০০টি স্কুলকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। ইমেলের মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়। ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীতে।প্রথমে খবর মিলেছিল, বুধবার সকালে আট থেকে ১২টি স্কুলে বোমা রাখা আছে বলে হুমকি মেইল এসেছে। এরপর আরও একাধিক স্কুল কর্তৃপক্ষের তরফে বিস্ফোরণের হুমকির কথা প্রশাসন এবং দিল্লি পুলিশে জানানো হয়। এই ১০০টি স্কুলের তালিকায় রয়েছে দিল্লি পাবলিক স্কুলের মতো জনপ্রিয় এবং বড় শিক্ষা প্রতিষ্ঠানও। নয়ডার এই স্কুলটিতে অসংখ্য পড়ুয়া পড়াশোনা করে। ইমেলের মাধ্যমে দিল্লি পাবলিক স্কুলটিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে।
প্রসঙ্গত, সোমবার একই রকম হুমকি মেল এসেছিল দেশের ২৪টি বিমানবন্দরে। হুমকি দেওয়া হয়, উড়িয়ে দেওয়া হবে ওই বিমানবন্দরগুলো! হুমকি মেল ঘিরে ছড়ায় চাঞ্চল্য। একটি মেলে নয়, আলাদা আলাদা ভাবে হুমকি দেওয়া হয়েছিল বিমানবন্দরগুলোয়। তদন্তকারীরা জানতে পেরেছেন, ‘টেররাইজার্স ১১১’ নামের এক গোষ্ঠী এই মেল পাঠিয়েছে। স্বাভাবিক ভাবেই এই হুমকি ঘিরে বাড়ছে উদ্বেগ।